‘এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, যার ফলে ইন্টারনেটে ঝড় উঠবে’- ক্রিস্টিয়ানো রোনালদোর এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই হতে যাচ্ছেন সেই অতিথি। সেই ‘অধিকাংশ’র দলে থাকলে আপনার অনুমান ভুল।

নিজস্ব প্রতিবেদক,
‘ইন্টারনেটে ঝড় তুলতে’ ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। নামটি পরিচিত নয়? ভাবতে পারেন—এতে আর ঝড় উঠছে কই! কিন্তু ডোনাল্ডসনের আসল পরিচয় জানলে আপনার ধারনা বদলে যেতে বাধ্য। তিনি আর কেউ নন—মিস্টার বিস্ট। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার যিনি। এ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি।
মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান।
যারা জানেন না, তাদের মনে মিস্টারবিস্টের বিশেষত্ব নিয়ে প্রশ্ন জাগতে পারে। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।
গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চ্যানেল খোলার প্রথম ৯০ মিনিটের মধ্যেই তার সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়, এখন যা ৬৮ মিলিয়নের ঘরে। সব প্লাটফর্ম মিলিয়ে ৯০০ মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের। এর মধ্যে ইনস্টাগ্রামে ৬৪৩, ফেসবুকে ১৭০ ও টুইটারে অনুসারী ১১৩ মিলিয়ন।