বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। চাদা ও অফিস ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন মিলে একটি অফিসে গিয়ে চাদা দাবি করে। চাদা না দেওয়ার কারণে পরে তারা ভাঙচুর ও লুটপাট করে। পরে ওই অফিসের কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সেখানে গিয়ে সালমান সহ তাদেরকে আটক করে। একপর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে চাদা দাবি ও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা বেশ কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। তিনি আরো জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
[12:08 AM, 3/8/2025] jana Faisal: বেশ কিছু মোটরসাইকেল নিয়েও আসে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়।