রাজধানীর মিরপুর ১ নাম্বার চাইনিজ এর অপজিটে আবারো ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগ উঠেছে। ওই এলাকার স্থানীয় লোকজন বলেন, মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার ওপর বেপরোয়া হচ্ছে। স্থানীয় এক মোটরসাইকেল আরোহী মো: নজিবুল হক শুভ জানান, বেশ কিছু দিন যাবত তারা এইখানে মোটরসাইকেল ও প্রাইভেটকার ড্রাইভার দের সাথে ইফতারের পর চা পান করে এবং প্রত্যেক জনকে চিহ্নিত করে। পরের দিন যার কাছ থেকে সুবিধা না পায় (ঘুষ) তাকেই মিথ্যা মামলার হয়রানি হতে হয়। তিনি (শুভ) আরো জানান যে, আজ বেলা বারোটার দিকে তাকেও রং সাইট দিয়ে আসার সময় মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। তার ভাষ্যমতে তিনি সাইডে তার মোটরসাইকেল খারাপ হয়ে যাওয়ার কারণে নিকটেই এক মোটর মেকানিক এর কাছে যাচ্ছিলেন, কিন্তু ট্রাফিক পুলিশ (মিজান) তার কোন কথা না শুনে এবং খুব খারাপ ব্যবহার করে মামলা দিয়ে দেয়। তৎক্ষণাত ওই সার্জেন্ট মামলা দেওয়ার পর উল্টো পথে চললে মোটরসাইকেল আরোহী শুভ দায়িত্বরত কনস্টেবল মিজানকে প্রশ্ন করেন সার্জেন্ট কেন উল্টো পথে গেল? এই কথা জিজ্ঞেস করার পর কনস্টবল মিজান বলেন পুলিশ, অ্যাম্বুলেন্স, ও ফায়ার সার্ভিস এসব গাড়ি উল্টো পথে যেতে পারবে তাদের জন্য সরকার কোন আইন বাস্তবায়ন করেনি। এই প্রসঙ্গে জনশক্তি২৪ কনস্টেবল মিজান এর সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি আবার সেই চায়ের দোকানে বসেই চিহ্নিত করা শুরু করছেন। জনশক্তি ২৪ এর ক্যামেরায় অন্তত তার১ টি ছবি ধারন করতে পেরেছে।