পল্লবী*
পল্লবী, নামটি যেন মৃদু বাতাসের সুর,
ফুলের গন্ধে ভরা, স্নিগ্ধ এক প্রান্তর।
তোমার হাসিতে লুকায় সকালের আলো,
চোখে তোমার জ্বলে সন্ধ্যার তারা-ভালো।
পল্লবী, নামটি যেন নদীর কলতান,
মনের গহিনে বাজে প্রিয়ের সুরের গান।
তোমার ছোঁয়ায় জাগে প্রাণের আবেশ,
পল্লবী, তুমি তো আমার জীবনের বিশেষ।