বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক / ৩৫৫ Time View / 7116 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যেতে পারেন। এটা যত দেরি হবে তত বেশি বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে, তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষে নির্বাচন দিতে হবে। কারণ ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি ও উগ্র মনোভাবীরাও সুযোগ নেয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে সচেতন রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি এখন। ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। সবাইকে ধৈর্য ধরতে হবে। হত্যা খুন ধর্ষণ সবাইকে পীড়িত করছে। ছাত্ররাও অসহিষ্ণু হয়ে উঠছে। এ সময় ধৈর্য ধরার বিকল্প নেই।

বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে এই সংস্কার কার্যক্রম চলছে। নির্বাচনকালীন সংস্কার করুন, নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে।

তিনি বলেন, দেশটা বহুদিন পর ড. ইউনূসের কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরে পেয়েছে, কেউ আর অশান্তির দিকে ঠেলে দেবেন না।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর