বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪

নিজস্ব প্রতিনিধি / ৩২১ Time View / 3114 রিয়েল টাইম ভিজিটর
Update : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নান্দাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামে আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে প্রতিবেশী শামসুল হকের দীর্ঘদিনের শত্রুতা চলছিল। শনিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে শামসুল হক ও তার সহযোগীরা রামদা, বল্লম, লোহার রড ও লাঠিসহ নানা অস্ত্র নিয়ে কাদিরের বাড়িতে ঢুকে বাদীর ভাইয়ের স্ত্রী জায়েদা আক্তার (৪৫) কে মারধর করে। এ সময় শামসুল হকের নির্দেশে এক সহযোগী লোহার রড দিয়ে জায়েদার মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করে। এসময় জায়েদার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তানভীর আকন্দ (১৭), সাব্বির মিয়া (১৫) ও আরাফাত মিয়া (১৮) কেও অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় তানভীরের হাতের আঙুল ও আরাফাতের পায়ে গোড়ালিতে আঘাত লাগে।

স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জায়েদা আক্তারকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।

ঘটনায় শামসুল হক, সারোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও রাব্বুল মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর