বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলা ও মহানগর শাখার জরুরি সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ জেলা ও মহানগর কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) গাজীপুর চৌরাস্তায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সময় গাজীপুর চৌরাস্তাকে “সাংবাদিক তুহিন চত্তর” ঘোষণা এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
এ ছাড়া আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, রোববার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুরের প্রতিটি উপজেলা ও থানা শাখার সমন্বয়ে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা ও মহানগর শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।