রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতিকে নিয়ে মিথ্যাচারঃ প্রতিবাদে স্মারকলিপি পেশ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব গাজিপুর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত নান্দাইলে পারিবারিক শত্রুতার জেরে হামলায় নারীসহ আহত-৪ লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ- ২০২৫ সিজন ১-এর উদ্বোধন রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিললো যেমন গতি হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

Reporter Name / ১৯৯ Time View / 8737 রিয়েল টাইম ভিজিটর
Update : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে প্রাণ গেল আনসারুল হক (৬০) নামে দুলাভাইয়ের। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মমিনটলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসারুল হক ওই গ্রামের মৃত নিয়াসুর ছেলে।

অভিযুক্ত চাচাতো শ্যালকের নামও আনছার আলী। তিনি একই গ্রামের ইসমত উদ্দীনের ছেলে। এ ঘটনার পর শ্যালকের ছোট ভাই নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বছর ধরে ৮ শতাংশ জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার এ বিষয়ে মীমাংসা করলেও সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে বিরোধ চলা জমিতে হালচাষের পর ভুট্টা রোপণ করার চেষ্টা করছিলেন দুলাভাই আনসারুল হক, তার ছেলে এনামুল হক ও তার স্ত্রী সেকিধন। এ সময় তাদের বাধা দেন শ্যালক আনছার আলী, তার ভাই নজরুল ইসলাম ও তার লোকজন। দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে আনছারের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুলাভাই আনসারুল হক।

পরে স্থানীয়রা আনসারুল হককে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধ শুরুর পর থেকেই হত্যাকারীরা আমার বাবাকে হুমকি দিয়ে আসছিল। সকাল বেলা ভুট্টা লাগানোর সময় কেউ বাধা দিতে যায়নি। দুপুরে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে আনছার ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। লাঠি দিয়ে আমার বাবাকে হত্যা করেছে আনছার আলী। আমি বাবা হত্যার বিচার চাই।

আমজানখোর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মারা গেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে যুবককে স্থানীয়রা ধরে পুলিশ হেফাজতে দিয়েছে। নিহতের পরিবার এজাহার দিলে যদি ওই এজাহারে আটক নজরুল ইসলামের নাম থাকে, তাহলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর